বুমরাহকে নিয়ে যা বললেন শোয়েব আখতার

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির পেসার শোয়েব আখতার ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরাহকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।  

বুমরাহর অদ্ভুত বোলিং অ্যাকশনের কারণে তার কাঁধে অতিরিক্ত চাপ পড়ছে। ২০১৯ সালে পিঠে চোট পাওয়ার পর আর ছন্দে ফিরতে পারেননি এই তারকা পেসার। চোট সারিয়ে দলে ফিরলেও ফর্মে নেই বুমরাহ। 

এই তারকা ক্রিকেটারকে পরামর্শ দিয়ে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার বলেছেন, বুমরাহর বোলিং পুরোটাই ফ্রন্টাল অ্যাকশন। এমন বোলাররা কাঁধ এবং পিঠের ওপর অতিরিক্ত চাপ দিয়েই বোলিং করেন। আমাদের অ্যাকশন ছিল সাইড অন। যে কারণে আমরা অনেকটাই ম্যানেজ করতে পারতাম। তবে ফ্রন্টাল অ্যাকশনের ক্ষেত্রে কাঁধের চোট এড়ানো কঠিন। 

স্পোর্টস টক শোতে শোয়েব আখতার আরও বলেছেন, উইন্ডিজের ইয়ান বিশপ আর নিউজিল্যান্ডের সাবেক তারকা শেন বন্ডেরও ফ্রন্টাল অ্যাকশন ছিল। বুমরাহকে এখন একটা ম্যাচ খেলার পর বিশ্রাম নেওয়ার কথা ভাবতে হবে। রিহ্যাব করতে হবে। যদি সে প্রতি ম্যাচে খেলার চিন্তা করে তাহলে পুরোপুরি ভেঙে পড়বে। বুমরাহ যদি জাতীয় দলে দীর্ঘদিন খেলতে চায় তাহলে পাঁচ ম্যাচের সিরিজে তাকে তিনটিতে খেলে বিশ্রামে যাওয়া উচিত।  

২৭ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার ভারতের হয়ে ২০টি টেস্ট, ৬৭ ওয়ানডে আর ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ৮৩, ১০৮ ও ৫৯ উইকেট শিকার করেন

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started